সম্মানিত অভিভাবকগণ,
আসসালামু আলাইকুম।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামী ২৭ এপ্রিল, রবিবার, সকাল ১০:৩০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর-এর অডিটোরিয়ামে “স্মার্ট প্যারেন্টিং: সন্তানের ভবিষ্যৎ গঠনের যাত্রা” বিষয়ে ঢাকা থেকে আগত খ্যাতবিশেষজ্ঞ মনোবিজ্ঞানী শিশু মনোবিজ্ঞান, যুগোপযোগী অভিভাবকত্ব, এবং ভবিষ্যৎ নির্মাণে অভিভাবকের সচেতন ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করবেন।
উক্ত আয়োজনে বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী হিসেবে উপস্থিত থাকবেন মাহজারীন বিনতে গাফ্ফার, একজন নিবেদিতপ্রাণ ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী, যিনি মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে এক দশকেরও বেশি সময় ধরে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতক(সম্মান), স্নাতকোত্তর এবং এম.ফিল ডিগ্রি অর্জন করেন এবং প্রাপ্তবয়স্ক, শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে সরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মানবিক সহায়তা প্রদানকারী সংস্থায় ব্যাপকভাবে কাজ করছেন। পাশাপাশি মাহজারীন গাফফার বর্তমানে প্যারেন্টিং নিয়ে নিবিড়ভাবে গবেষণা ও চর্চা করছেন, যার লক্ষ্য হচ্ছে পরিবারে আরও সুস্থ সম্পর্ক ও ছোটবেলা থেকেই ইতিবাচক মানসিক বিকাশ নিশ্চিত করা।
এই গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আমরা বিশ্বাস করি। আপনার উপস্থিতি আমাদের আন্তরিকভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
অধ্যক্ষ
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর
Copyright © 2016 All rights Reserved
Powered by: Rapid IT