Please wait...
This is logo

স্কুল কোডঃ ৪১৭০, কলেজ কোডঃ ৪১৬০
EIIN- 114634

নোটিশ
ইউনিফর্ম

ইউনিফর্ম

ছোট বালক-বালিকা: শিশু থেকে ৪র্থ শ্রেণি
বালক: খাকী হাফ প্যান্ট, আকাশী নীল হাফ শার্ট এবং কালো বেল্ট, সাদা পিটি জুতা, সাদা মোজা।
বালিকা: আকাশী নীল শার্ট কলার ফ্রক, সাদা পিটি জুতা, সাদা মোজা।

বড় বালক-বালিকা: ৫ম থেকে ১২শ শ্রেণি
বালক: খাকী ফুল প্যান্ট, আকাশী নীল হাফ শার্ট এবং কালো বেল্ট, সাদা পিটি জুতা, সাদা মোজা।
বালিকা: খাকী ফুল প্যান্ট, আকাশী নীল হাফ শার্ট, সাদা সালোয়ার, সাদা ওড়না, সাদা পিটি জুতা, সাদা মোজা।

সকল ছাত্র-ছাত্রীকে কলেজ ইউনিফর্মের সাথে নেমট্যাগ এবং নিজ হাউসের নির্ধারিত কালারের হাউস ব্যাজ ধারণ করতে হয়। কলেজ শাখার ছাত্র-ছাত্রীরা বিভাগ অনুযায়ী কালারের সোলডার এপোলেট ও শ্রেণি অনুযায়ী র‌্যাংক ব্যবহার করতে হয়। শীতকালে সকল ছাত্র-ছাত্রীকে ফুল হাতা নেভি ব্লু সোয়েটার/কার্ডিগান পরতে হয়। ব্যবহারিক ক্লাসে সাদা এপ্রোন পরতে হয়। ছাত্রদের চুল সামরিকবাহিনীর স্টাইলে ছোট করে কাটতে হয় এবং মেয়েদের চুল দুই বেনী/ঝুটি বেঁধে আসতে হয়।