বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর
ভর্তি সংক্রান্ত তথ্য
শিশু -৯ম শ্রেণি
শিক্ষাবর্ষ : ২০২৬
ভর্তির তারিখ ও সময় : ৪- ৭ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত।
ভর্তির বয়সসীমা : ০১ জানুয়ারি ২০২৬ তারিখে শিক্ষার্থীর বয়সসীমা নিম্নরূপ হতে হবে :
শ্রেণি বয়সসীমা
শিশু ৪ - ৬ বছর
১ম ৫ - ৭ বছর
২য় ৬ - ৮ বছর
৩য় ৭ - ৯ বছর
৪র্থ ৮ - ১০ বছর
৫ম ৯ - ১১ বছর
৬ষ্ঠ ১০ -১২ বছর
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র :
১। ভর্তির অনলাইন আবেদনপত্রের অফিস কপি ।
২। শিক্ষার্থীর অনলাইন জন্মসনদের ফটোকপি ১ টি ।
৩। শিক্ষার্থীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ২ কপি।
৪। শিক্ষার্থীর বর্তমানে অধ্যয়নরত প্রতিষ্ঠানের ছাড়পত্রের মূলকপি।
৫। শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা-২০২৫ এর নম্বরপত্রের ফটোকপি ১টি।
৬। শিক্ষার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ফটোকপি (১ কপি করে) ।
৭। সশস্ত্র বাহিনীতে (সেনা, নৌ, বিমান) কর্মরত/অবসরপ্রাপ্ত অভিভাবকদের ভতিচ্ছুক সন্তানদের স্বপক্ষে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র ও সার্ভিস পরিচয়পত্রের ফটোকপি (১টি করে)।
৮। অত্র প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/ কর্মচারিদের সন্তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত সনদপত্রের ফটোকপি ১ টি।
৯। ভর্তির সময় ৭ম , ৮ম ও ৯ম শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীর ক্ষেত্রে অবশ্যই বোর্ড রেজিষ্ট্রেশন থাকতে হবে এবং প্রমাণ হিসেবে ESIF তালিকা জমা দিতে হবে।
ভর্তি ফি ও অন্যান্য প্রদেয় : প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ভর্তি ফি ও অন্যান্য অর্থ কলেজ ক্যাম্পাসে অবস্থিত UCB ব্যাংকের মাধ্যমে জমা করতে হবে।
Copyright © 2016 All rights Reserved
Powered by: Rapid IT