Please wait...
This is logo

EIIN- 114634

নোটিশ
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে মহান বিজয় দিবস উদযাপন–২০২৫

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে মহান বিজয় দিবস উদযাপন–২০২৫

No Image Found

No Image Found

No Image Found

No Image Found

No Image Found

No Image Found

No Image Found

মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর কর্তৃক এক মনোজ্ঞ ও জমকালো প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণে সৃষ্টি করে এক উৎসবমুখর, আনন্দঘন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিবেশ।

জাতির শ্রেষ্ঠ অর্জনের এই গৌরবোজ্জ্বল দিনে কলেজ মাঠটি সাজানো হয় বর্ণিল সাজে। লাল-সবুজের আবেশে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরের মান্যবর অধ্যক্ষ এয়ার কমডোর মো: তাহিদুল ইসলাম, বিইউপি। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সম্মানিত উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষকবৃন্দ (মাধ্যমিক ও প্রাথমিক শাখা), শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং কলেজের প্রাণভোমরা স্নেহময় শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লাল ও সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় উভয় দলই তাদের নৈপুণ্য, শৃঙ্খলা ও দলগত ঐক্যের পরিচয় দেয়। মাঠজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, করতালি ও উৎসাহব্যঞ্জক স্লোগানে খেলার উত্তেজনা বহুগুণে বেড়ে যায়।

খেলার ধারাভাষ্য প্রদান করেন সহকারী অধ্যাপক  মোহাম্মদ নাসিরুজ্জামান ভুঁইয়া,সহকারী অধ্যাপক প্রণব কুমার এবং সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম। তাঁদের সাবলীল ও প্রাণবন্ত ধারাভাষ্য খেলার প্রতিটি মুহূর্তকে আরও উপভোগ্য করে তোলে। সুশৃঙ্খল ও ন্যায়সঙ্গতভাবে খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক মো. তৌফিকুস সালেহীন তুষার।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ক্রেস্ট, মেডেল ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি মান্যবর অধ্যক্ষ মহোদয়। এ সময় উপস্থিত সবাই বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের উষ্ণ অভিনন্দন জানান।
পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এয়ার কমডোর মো: তাহিদুল ইসলাম, বিইউপি বলেন—
“মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের এক অনন্য গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করেছে স্বাধীনতা। এই দিবস আমাদের আত্মত্যাগ, সাহস, ঐক্য ও দেশপ্রেমের শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন,
“খেলাধুলা কেবল শারীরিক সুস্থতা অর্জনের মাধ্যম নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, সহনশীলতা, শৃঙ্খলা ও দলগত সহযোগিতার মনোভাব গড়ে তোলে। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।”

মান্যবর অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশ। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রেখে একজন আদর্শ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।”

তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানানোর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।