Please wait...
This is logo

EIIN- 114634

নোটিশ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, পাহাড়কাঞ্চনপুরে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, পাহাড়কাঞ্চনপুরে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়।

No Image Found

No Image Found

No Image Found

No Image Found

No Image Found

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, পাহাড়কাঞ্চনপুরে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়। জাতির গৌরবময় এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সৃজনশীল ও শিক্ষণীয় কার্যক্রমের আয়োজন করে। এর মধ্যে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য, যা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতাকে বিকশিত করার এক অনন্য সুযোগ সৃষ্টি করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সশস্ত্র বাহিনীর বীরত্বগাঁথা, শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা এবং দেশের প্রতি তাঁদের অবদানের নানা দিক রঙ ও তুলির মাধ্যমে প্রাণবন্তভাবে উপস্থাপন করে। প্রতিটি চিত্রকর্মের ভেতর ছিল গভীর দেশপ্রেম ও অনুভূতির প্রকাশ, যা বিচারকমণ্ডলীর প্রশংসা কুড়িয়েছে। রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সশস্ত্র বাহিনী দিবসের ইতিহাস, তাৎপর্য, মুক্তিযুদ্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত বাহিনীর অগ্রযাত্রা—এসব বিষয় বিশ্লেষণধর্মী, যুক্তিনিষ্ঠ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরে। রচনাগুলোতে শিক্ষার্থীদের দায়িত্ববোধ, দেশপ্রেম ও উন্নত মূল্যবোধের প্রকাশ স্পষ্ট হয়ে ওঠে।
সমস্ত প্রতিযোগিতা শেষে বিশেষজ্ঞ বিচারকমণ্ডলী নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের তালিকা প্রণয়ন করেন। পরবর্তীতে এক মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর অধ্যক্ষ এয়ার কমোডর মো. তাহিদুল ইসলাম, বিইউপি। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁদের আন্তরিক অভিনন্দন জানান। তাঁর বক্তব্যে তিনি সশস্ত্র বাহিনীর দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিকতার মূল্যবোধ তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশ, সমাজ ও মানবতার প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ,সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক),
সম্মানিত শিক্ষকমণ্ডলী, কর্মচারীবৃন্দ ও স্নেহের শিক্ষার্থীরা, যাঁদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। তাঁদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা অনুষ্ঠানের সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষকমণ্ডলীর সার্বিক তত্ত্বাবধান এবং কর্মচারীবৃন্দের আন্তরিক সহযোগিতা পুরো আয়োজনকে করেছে আরও সুষ্ঠু, সুন্দর ও পরিপূর্ণ।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এই চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস ও প্রেরণা সৃষ্টি করেছে। দেশপ্রেম, সৃজনশীলতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে এ আয়োজন নিঃসন্দেহে এক উৎকৃষ্ট দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, পাহাড়কাঞ্চনপুর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠান ভবিষ্যতেও শিক্ষার্থীদের চরিত্র, মনন ও নেতৃত্বগুণ বিকাশে ইতিবাচক ভূমিকা রেখে যাবে।