এয়ার স্কাউট প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে মহাসমারোহে উদযাপিত হলো এয়ার স্কাউট প্রতিষ্ঠা বার্ষিকী–২০২৫।
দিনটি ছিল আনন্দ ও উৎসবমুখর, যেখানে মিলিত হয়েছিল শৃঙ্খলা, সৃজনশীলতা ও ভ্রাতৃত্বের এক অনন্য মেলবন্ধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর অধ্যক্ষ, এয়ার কমডোর মো. তাহিদুল ইসলাম, বিইউপি। আরো উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপটেন মাহবুবুর রহমান, পিএসসি, টাঙ্গাইল জেলা এয়ার স্কাউট কমিশনার ও অধিনায়ক প্রশাসনিক শাখা; এবং স্কোয়াড্রোন লিডার আব্দুল কাদের জিলানী, সম্পাদক, টাঙ্গাইল জেলা এয়ার স্কাউট। এ ছাড়াও কলেজ অ্যাডজুটান্ট, সম্মানিত শিক্ষকবৃন্দ ও কলেজ স্কাউটবৃন্দ অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে কলেজের এয়ার স্কাউটদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে।
প্রধান অতিথি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, “স্কাউট আন্দোলন শুধু শৃঙ্খলা ও নেতৃত্ব গড়ে তোলে না, এটি তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এয়ার স্কাউটরা হবে আকাশচুম্বী স্বপ্নের পথিকৃৎ। আর এ শিক্ষালয়ই তাদেরকে দেবে মজবুত ভিত্তি।”
পরিশেষে আনন্দঘন পরিবেশে কেক কেটে এয়ার স্কাউট প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি ঘোষণা করা হয়। দিনটি উপস্থিত সবার মনে অম্লান স্মৃতি হয়ে থাকবে।
Copyright © 2016 All rights Reserved
Powered by: Rapid IT