ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মহাসমারোহ
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে ৬ই সেপ্টেম্বর ২০২৫, শনিবার; কলেজ অডিটোরিয়ামের পবিত্র পরিবেশে এক অনিন্দ্যসুন্দর আবহ সৃষ্টি হয়। ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সমবেত হয়েছিল শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজ পরিবারের সকল সদস্য।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অ্যাডজুট্যান্ট, শ্রদ্ধেয় উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক ও প্রাথমিক), সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং স্নেহধন্য শিক্ষার্থীবৃন্দ। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানের সুশৃঙ্খল সঞ্চালনায় ছিলেন কলেজের প্রভাষক সুলতানা রাজিয়া।
প্রথমেই অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। মনোজ্ঞ কণ্ঠে এ দায়িত্ব পালন করে দশম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউল ইসলাম।
এরপর মহানবী হযরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবন ও কর্ম নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন কলেজের প্রভাষক মশিউর রহমান। তিনি নবীজীর মহান আদর্শ, মানবপ্রেম, দয়া, ন্যায়বোধ ও জীবনাচারের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। শ্রোতারা গভীর মনোযোগসহ তাঁর আলোচনায় নিমগ্ন ছিলেন।
অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে কুইজ প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা ইসলামী জ্ঞানের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণ করে। এতে তাঁদের মেধা ও জ্ঞান প্রকাশের এক চমৎকার সুযোগ তৈরি হয়। কুইজ প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন প্রভাষক মো. তাজিন জাহেদ।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলো-
আয়েশা আক্তার, দ্বাদশ, মানবিক, সঞ্চয়িতা, ৪১৬
মানসুরা আক্তার,দ্বাদশ, মানবিক, সঞ্চয়িতা, ৪৫৯
আজমেরি জান্নাত তায়েবা, দ্বাদশ, মানবিক, সঞ্চয়িতা, ৪৬৪
পরবর্তীতে শুরু হয় হামদ ও নাত পরিবেশনা। অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা ও আসফি তাঁদের হৃদয়স্পর্শী কণ্ঠে হামদ ও নাত পরিবেশন করে উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজ অ্যাডজুট্যান্ট, উপাধ্যক্ষসহ উপস্থিত অতিথিবৃন্দ। এতে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হয়, তেমনি অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়।
অনুষ্ঠানের সমাপ্তি পর্বে দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. রাকিব মিয়াজী। তাঁর কণ্ঠে দোয়ার আবেদন অডিটোরিয়ামে উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন—প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আদর্শ অনুসরণের তাওফিক দান করার জন্য, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর অবারিত রহমত বর্ষণের জন্য এবং প্রিয় জন্মভূমি বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের পথে পরিচালিত করার জন্য।
সবার আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়, হৃদয়গ্রাহী ও সফল।
Copyright © 2016 All rights Reserved
Powered by: Rapid IT