"খেলাধুলা শুধু শরীর নয় মন ও চিন্তা শক্তিকে উজ্জীবিত রাখে।" এই প্রত্যয়কে ধারণ করে প্রতি বছরের ন্যায় বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে আয়োজিত হলো দুইদিন ব্যাপী আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪। পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলি হাউজের শিক্ষার্থীরা প্রায় ৪০ টি খেলায় অংশগ্রহণ করে । বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন গ্রুপ ক্যাপ্টেন মোঃ এনামুল হুদা, এএফডব্লিউসি, পিএসসি, অধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর।
সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত এয়ার কমডোর মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর ও সভাপতি, কলেজ পরিচালনা পর্ষদ এবং অত্র ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চৌকশ এবং মনোমুগ্ধকর প্যারেড উপভোগ করেন। প্রধান অতিথির সদয় উপস্থিতি প্রতিযোগী এবং শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দেয়। এ বছর ‘কণফুলি হাউজ’ চ্যাম্পিয়ন এবং ‘পদ্মা হাউজ’ রানার আপ হওয়ার গৌরব অজন করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থী এবং চ্যাম্পিয়ন ও রানার আপ হাউজের হাতে ট্রফি তুলে দেন।
প্রধান অতিথি তাঁর সমাপনী বক্তব্যে খেলাধুলার প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা বিষয়ে মূল্যবান
Copyright © 2018 All rights Reserved
Powered by: Rapid IT