বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণভাবে মহান বিজয় দিবস – ২০২৩ উদযাপিত হয়েছে । এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মো. তানভীর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, সম্মানিত অধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দীন আহামেদ, সাবেক সহকারী মহাব্যবস্থাপক জনতা ব্যাংক লিমিটেড । তিনি মহান মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা ও রণাঙ্গনের সম্মুখ যুদ্ধের নানান ঘটনা-প্রবাহ নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করেন । তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের পটভূমি, মুক্তিযুদ্ধের কৌশল, সম্মুখ যুদ্ধে তাঁর অংশগ্রহণ, পাকবাহিনী ও রাজাকারদের নৃশংসতা এবং চূড়ান্ত বিজয় অর্জন নিয়ে ব্যক্তিগত নানান স্মৃতি শিক্ষার্থীদের সম্মুখে উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্ম যেন সৎ, নিষ্ঠাবান দেশপ্রেমিক ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশের কল্যাণে ব্রতী হয় এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2018 All rights Reserved
Powered by: Rapid IT